
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তাকওয়াবান মানুষ খুবই প্রয়োজন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ বলেন, আল্লাহ তা’আলা মানুষকে খেলাফতের সমান দায়িত্ব ও মর্যাদা দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি তাকওয়াসম্পন্ন মানুষ তৈরির উদ্দেশ্যে পবিত্র রমাদান মাসে সিয়াম ফরয করেছেন। আর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় এ তাকওয়াবান মানুষ খুবই প্রয়োজন। সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে বৈষম্যহীন ও বিভেদ-বিশৃংখলামুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি গত ৮ মার্চ’২৫ শনিবার নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে “বৈষম্যহীন সমাজ বিনির্মাণে শাহরু রমাদানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. নূরুল্লাহ আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল জনাব শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কী ও জনাব মাজহারুল ইসলাম আযহারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগের প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, কবি নজরুল সরকারী কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহা. আতাউর রহমান। অন্যান্যের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ বিভাগের প্রফেসর ড. আব্দুল কাদির, বিশিষ্ট সমাজ সেবক জনাব ফজলে আহমদ ফজলু, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সভাপতি জনাব এনামুল হক বাবলু, এডভোকেট শাহাবুদ্দীন, জনাব মিজানুর রহমান, জনাব আতাউর রহমান শরিফ, জনাব মো. ওয়ালী উল্লাহ খান, উপাধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইলিয়াস, জনাব জাকির হোসাইন, জনাব রফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বিভিন্ন পেশা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।