সেক্রেটারি জেনারেল (নিফাবা) এর বানী

শাহ মুহাম্মদ ওয়ালি উল্লাহ (সেক্রেটারি জেনারেল, নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ)

বিসমিল্লাহির রাহমানির রাহীম

জীবনের জন্য আলোর প্রয়োজন । আলো ছাড়া মানুষের জীবন চলতে পারে না ৷ তাই মহান আল্লাহ চন্দ্র-সূর্যের মাধ্যমে আলোর ব্যবস্থা করেছেন । এ আলো বাহ্যিক অন্ধকারকে দূর করতে পারলেও আত্মিক, সামাজিক ও রাষ্ট্রীয় অন্ধকার দূর করতে মোটেই সক্ষম নয় । এ জন্য প্রয়োজন জ্ঞানের আলো, যা আসে লেখাপড়ার পথ ধরে । এ প্রসঙ্গে আল্লাহ তা’আলা কুরআন মাজিদের প্রথম নাজিলকৃত আয়াতের মাধ্যমে নির্দেশ দিয়েছেন: “এই এল এ ‘পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন’ (সূরা আলাক: ০১)।

পড়ার উপাদান তৈরি হয় লেখার মাধ্যমে, আর লেখার উপাদান হলো কলম। এ কলমের মাধ্যমেই আল্লাহ তা’আলা মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত নিবরাস মাদরাসা বার্ষিকী’২৩ ‘বিচ্ছুরণ’ প্রকাশের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো “একদল কলম সৈনিক” তৈরি করা । যারা লিখবে মহান রবের মহানুভবতার কথা, অপার করুণা ও দয়ার কথা। লিখবে তাওহীদ, রিসালাত ও আখেরাতের কথা, জ্ঞান-বিজ্ঞান, সভ্যতা, নম্রতা, ভদ্রতা ও শালীনতার কথা এবং জাহেলিয়াতের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের কথা । ব্যক্তিবাদ, বস্তুবাদ ও ভোগবাদের আত্মপরমিকা পান করে হুঁশহারা মানুষগুলোর হুঁশ ফিরে আসবে। অন্তর থেকে খায়েশাত, ফাহেশাতের ব্যাধি দূর করে ‘খুলুছিয়াত’ পয়দা করবে। গোটা বিশ্বকে জ্ঞানের আলোয় আলোকিত করবে ।

আর এ জাতীয় লেখক তৈরির জন্য দরকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও গভীর অধ্যবসায় । নিবরাস মাদরাসার বার্ষিকী’২৩ ‘বিচ্ছুরণ’ সেই প্রচেষ্টার অংশ বিশেষ । মাদরাসার নিয়মিত সৃজনশীল প্রকাশনা এ ‘বিচ্ছুরণ’ প্রকাশে আমি অত্যন্ত আনন্দিত । এই প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং দুনিয়া ও আখিরাতে তাদের কল্যাণ কামনা করছি । আর দু’আ করছি মহান রব যেন ময়দানে মাহশরে এ উদ্যোগকে আমাদের সকলের জন্য নাজাতের উছিলা বানিয়ে দেন । আল্লাহ তা’আলা নিবরাস পরিবারের সকল সদস্য ও ‘বিচ্ছুরণ’ সংশ্লিষ্ট সকল লেখক, পাঠক এবং সম্পাদনা পরিষদকে দেশ-জাতি ও দা’ঈ ইলাল্লাহর খাদেম হিসেবে কবুল করুন । আমীন!