নিবরাস বালিকা বিভাগ
নিবরাস বালিকা বিভাগ
সমাজে অর্ধেক নর, আর অর্ধেক নারী। দেশ ও সমাজ গঠনে নারীদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। তাই রাসূল -সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- পুরুষের জন্য যেমন শিক্ষা বাধ্যতামূলক করেছেন তেমনি করেছেন নারীদের জন্যও। নেপোলিয়ান যথার্থই বলেছেন: “আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেবো”।আমাদের সমাজে নারীদের ইসলামী শিক্ষা গ্রহণের সুযোগ নিতান্তই কম। তাই মেয়েদের সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিবরাস গার্লস ক্যাম্পাসের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বালিকা বিভাগের বৈশিষ্ট্য
* স্বতন্ত্র ক্যাম্পাস।
* সম্পূর্ণ নিরাপদ পরিবেশে পাঠদানের ব্যবস্থা।
*মহিলা শিক্ষিকা দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত।
* যথাযথ নিরাপত্তাসহ আবাসিক ব্যবস্থা।
* ৫ম শ্রেণি থেকে হিজাব বাধ্যতামূলক।
* আইপিএসের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা।
* নির্দোষ বিনোদনসহ পর্যাপ্ত সহপাঠক্রমিক কার্যাবলির ব্যবস্থা।