ফুল টাইম
ফুল টাইম
নিবরাস-এর অন্যতম আকর্ষণ হচ্ছে ফুল টাইম ব্যবস্থা । বাসায় অধ্যয়নে অমনোযোগী অথবা ব্যস্ত অভিভাবকগণ, যারা তাদের সন্তানদের উপযুক্ত তত্ত্বাবধান করতে পারেন না তাদের জন্যই এ ব্যবস্থা। এ বিভাগের শিক্ষার্থীকে সকাল ৬/৭/৯টা (শিফট ভেদে) থেকে রাত ৯টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করতে হয় । নিয়মিত অ্যাকাডেমিক ক্লাস শেষে তাদের জন্য রয়েছে স্পেশাল রুটিনের আলোকে নিয়মিত বিষয়ভিত্তিক কোচিং, প্রতিদিনের ক্লাসের পাঠপ্রস্তুতি সম্পন্নকরণ, কম্পিউটার ব্যবহার, লাইব্রেরি ওয়ার্ক, ভাষা শিক্ষা অনুশীলন, সাংস্কৃতিক কার্যক্রম ও কুরআন শিক্ষা। তাদের জন্য রয়েছে দুপুরের খাবার ও সকাল-বিকেলের নাশতার আয়োজন।
ফুলটাইম-এর নিয়মাবলি
- শিক্ষার্থীদের সকাল ৬/৭/৯টা (শিফট ভেদে) থেকে রাত ৯টা পর্যন্ত মাদরাসায় অবস্থান করতে হবে।
- শিক্ষার্থীদের মাদরাসায় পৌঁছে দেয়া এবং নিয়ে যাওয়ার দায়িত্ব অভিভাবকের। দুপুরের খাবার এবং সকাল ও বিকালের নাশতা মাদরাসা কর্তৃক সরবরাহ করা হবে।
- নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীকে বিকাল/সন্ধ্যাকালীন স্পেশাল ক্লাস ও Combined প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে।
- স্পেশাল ক্লাসের জন্য মাদরাসার নির্ধারিত ড্রেস বাধ্যতামূলক নয়।
- বাসার কাজ দেয়া হলে তা বাসা থেকে প্রস্তুত করে নিয়ে আসতে হবে।
- অভিভাবকের উপস্থিতি ছাড়া কোনোক্রমেই কোনো ছাত্র/ছাত্রীকে মাদরাসার বাইরে যেতে দেয়া হবে না।
- ডায়েরিতে নিয়মিত অভিভাবকদের স্বাক্ষর ও মূল্যায়ন থাকা বাঞ্ছনীয়।
- ১ম শ্রেণির নিচের কোনো ছাত্র ও ছাত্রীকে ফুলটাইমে গ্রহণ করা হয় না।