তাহফিযুল কুরআন বিভাগ
তাহফিযুল কুরআন বিভাগ
নিবরাস-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলো ব্যতিক্রমধর্মী তাহফিযুল কুরআন বিভাগ। এ বিভাগকে আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে বনশ্রীস্থ মূল ক্যাম্পাসের পাশেই ২০১৫ সালে নিবরাস তাহফিযুল কুরআন মাদরাসার স্বতন্ত্র ক্যাম্পাস চালু করা হয়েছে। গতানুগতিক পদ্ধতি পরিহার করে উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে অল্প সময়ে হিফয শেষ করার পাশাপাশি কুরআন বোঝার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এ বিভাগ চালু করা হয়েছে। মনোরম ও উন্নত আবাসিক ব্যবস্থাপনা, সেমিস্টারভিত্তিক হিফ্য পদ্ধতি, অভিজ্ঞ ক্বারীদের তত্ত্বাবধানে কণ্ঠশীলন প্রশিক্ষণ, কুরআনের শব্দ মুখস্থকরণ, অর্থসহ বিষয়ভিত্তিক আয়াত ও হাদিস মুখস্থ করার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থাপনা। আরবি, বাংলা, ইংরেজি ও গণিতের ওপর ফাউন্ডেশন কোর্স সম্পন্ন করা হয়। যাতে হিফয শেষে বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত শ্রেণিতে অধ্যয়ন করতে পারে। এ ছাড়াও তাদের জন্য আবাসিক শিক্ষার্থীদের সকল সুবিধা প্রযোজ্য।
তাহফিযুল কুরআন বিভাগের নিয়মাবলি
* ছুটির ক্ষেত্রে হিফয একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করা হবে।
* হিফয বিভাগের শিক্ষার্থীদের জন্য স্বল্পকালীন ছুটি (যেমন১/২ দিনের ছুটি) প্রযোজ্য নয়। তাই মাদরাসা বন্ধ থাকলেও হিফয বিভাগের ক্লাস চালু থাকবে। একান্ত প্রয়োজনে ছুটি নিতে হলে লিখিত আবেদন করতে হবে।
* হিফয বিভাগের শিক্ষার্থীরা ৫৫০ নম্বরের পরীক্ষায় অবতীর্ণ হবে । অর্থাৎ বাংলা, ইংরেজি, আরবি, গণিত, হিফয ও আমল আখলাক। শিক্ষার্থীর প্রাপ্ত গড় নম্বরের ভিত্তিতে তার পরবর্তী শ্রেণিতে Position নির্ধারিত হবে।
* হিফয বিভাগের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করা বাধ্যতামূলক। যদি কোনো শিক্ষার্থী পূর্বানুমতি ব্যতীত ক্লাসে উপস্থিত না হয়, সেক্ষেত্রে কর্তৃপক্ষ জরিমানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।
* হিফয বিভাগের সকালের অধিবেশন: ফজর নামাজের ১ ঘণ্টা পূর্ব থেকে সকাল ৮:০০টা, দুপুরের অধিবেশন: ২:৩০টা থেকে সালাতুল আসর এবং রাতের অধিবেশন: বাদ মাগরিব থেকে সালাতুল এশা পর্যন্ত ।
* ঋতুভেদে নূরানী ও নাযেরার সময়সূচি কর্তৃপক্ষ নির্ধারণ করবেন ।
* ডে-কেয়ার হিফযের ব্যবস্থা রয়েছে ।
এ বিভাগের বৈশিষ্ট্য
* আধুনিক বিজ্ঞানসম্মত কারিকুলাম ভিত্তিক পাঠদান
* বাংলাদেশে প্রথম ৩ বছর, ৪ বছর ও ৫ বছর মেয়াদী সুনির্দিষ্ট সিলেবাস অনুসরণ।
* বিশেষ, অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা গ্রহণ এবং লিখিত ফলাফল প্রদানের ব্যবস্থা।
* হিফযের পাশাপাশি কুরআন বোঝার উপযোগী করে গড়ে তোলা।
* আরবি, ইংরেজি ও কম্পিউটারে পারদর্শী করে গড়ে তোলা।
* ফুলটাইমিং হিফ্যকরণের ব্যবস্থা।
* দৈনিক ডায়েরি সংরক্ষণের ব্যবস্থা।
* উন্নত ও মানসম্মত খাবার পরিবেশন।
* প্রবাসী ও ব্যস্ত পিতা-মাতার সন্তানের অভিভাবকত্ব গ্রহণ।
* অভিজ্ঞ ও বিদেশি ডিগ্রিধারী হাফেয কর্তৃক পাঠদান এবং পরিচালনা।
* হিফযের পাশাপাশি সাধারণ শিক্ষায় ন্যূনতম ৫ম শ্রেণি সমাপ্তকরণ।
* হিফয প্রগ্রেসিভ রিপোর্ট বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দৈনন্দিন অগ্রগতি সংরক্ষণ ও অভিভাবকদের অবহিতকরণ।
* জেনারেটর/আইপিএস-এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের সুব্যবস্থা।
* সিসি টিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং-এর ব্যবস্থা।
* যথাযথ নিরাপত্তাসহ সুপরিসর আবাসিক ব্যবস্থা।