গাড়ি সংক্রান্ত নিয়মাবলি
গাড়ি সংক্রান্ত নিয়মাবলি
- মাদরাসায় ছাত্র ও ছাত্রী আনা-নেয়ার জন্য নিবরাসের দুই ধরনের পরিবহন ব্যবস্থা রয়েছে (ক) মাইক্রোবাস (খ) রিকশা-ভ্যান।
- মাদরাসার ৩/৪ কি: মি: দূরত্বের মধ্যে অবস্থিত শিক্ষার্থীরা ভ্যানে আসা-যাওয়া করবে, তবে অভিভাবক ইচ্ছে করলে মাইক্রোবাসে আসার ব্যবস্থা থাকবে।
- শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে নিয়ে-আসাসহ নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে অভিভাবক ছাত্র/ছাত্রীকে গাড়িতে তুলে দেয়ার ব্যবস্থা করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়িতে পৌঁছাতে সক্ষম না হলে চালককে তা অবহিত করবেন। অন্যথায় ছাত্র ও ছাত্রী গাড়িতে আসতে না পারলে মাদরাসা কর্তৃপক্ষ দায়ী থাকবে না ।
- ছাত্র-ছাত্রী বাসায় পৌঁছানোর ক্ষেত্রে গাড়ীর চালক/আয়া/অফিস সহায়ক সহায়তা করবে।
- যান্ত্রিক ত্রুটির কারণে যদি কোনোদিন ছাত্র/ছাত্রীদের নিয়ে আসা সম্ভব না হয় তবে মাদরাসা কর্তৃপক্ষ পূর্বে অভিভাবককে অবহিত করবেন এবং অভিভাবক নিজ দায়িত্বে ওই দিন আনা-নেয়ার ব্যবস্থা করবেন ।
- পরিবহন ভাড়া মাসিক টিউশন ফি’র সাথে প্রতি মাসের ৮-১০ তারিখের মধ্যে অগ্রিম পরিশোধ করতে হবে।