এক নজরে মাদরাসা

আমাদের দেশে প্রচলিত শিক্ষাধারাগুলোর মধ্যে মাদরাসা শিক্ষাধারা অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ। এ ধারাকে বর্তমানে অত্যন্ত সময়োপযোগী ও বিজ্ঞানসম্মতভাবে বিন্যাস করা হয়েছে। এটি এমন এক সমন্বিত শিক্ষাধারা, যার মাধ্যমে একজন শিক্ষার্থীর ব্যক্তিসত্তা বিকাশের পথ হয় উন্মুক্ত, চরিত্র হয় সুন্দর, ঈমান হয় সুদৃঢ়, সমাজের প্রতি আপন দায়-দায়িত্ব পালনের অনুভূতি হয় তীব্র। স্বীয় দায়িত্ব পালনের বিষয়ে পরকালে জবাবদিহিতার ভয় থাকে অন্তরে সদা জাগ্ৰত।

গুণগত মানসম্পন্ন শিক্ষার উদ্দেশ্যে সাহস আর দীপ্ত পদভারে সমাজের একদল মেধাবী, কর্মঠ ও নৈতিকতাসম্পন্ন যুবকের নিরলস প্রচেষ্টায় যাত্রা শুরু করে নিবরাস মাদরাসা। তারপর পর্যায়ক্রমে পৃথক গার্লস সেকশন চালু করা এবং বিভিন্ন শ্রেণিতে সেকশন সংযোজন করা। ১০ম শ্রেণিতে উন্নীত করে ৫ম, ৮ম ও দাখিল পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন, মোহাম্মদপুর ও দক্ষিণ বনশ্রীতে আরো ২টি ক্যাম্পাস চালু করা এবং আলাদাভাবে তাহফিযুল কুরআন ক্যাম্পাস প্রতিষ্ঠা করা ছিল বিগত বছরগুলোর বড় উদ্যোগ।