আবাসিক
আবাসিক
একজন শিক্ষার্থীকে প্রকৃত যোগ্যতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে নিয়মিত ও সার্বক্ষণিক তত্ত্বাবধান। এজন্য নিবরাস-এর রয়েছে মনোরম আবাসিক ব্যবস্থাপনা। এ বিভাগের একজন শিক্ষার্থীকে রুটিন অনুযায়ী দৈনন্দিন কার্যাবলি সম্পাদন করতে হয়। সার্বিক কাজের সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য রয়েছে যোগ্য হাউজ টিউটর। উপযুক্ত পরিবেশে শিক্ষকদের তত্ত্বাবধানে আলোকিত মানুষ গঠনে কুরআনের বাস্তব অনুসরণ, বৈষয়িক জ্ঞান অর্জন, নিয়মিত কুরআন শিক্ষা, স্পেশাল ক্লাস, নিয়মিত খেলাধুলা, বিতর্ক সভা, বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাসহ নানা শিক্ষামূলক কর্মসূচির বাস্তবায়ন। বাধ্যতামূলক জামাতের সাথে সালাত আদায়, বাধ্যতামূলক অ্যারাবিক ও ইংলিশ কথোপকথন, নিয়মিত শরীরচর্চা, কম্পিউটার ব্যবহার, পত্রিকা পাঠ, অভিভাবকদের সাথে নির্ধারিত সময়ে সাক্ষাৎ, টেলিফোন/মোবাইল সুবিধা, প্রতিদিন তিনবেলা স্বাস্থ্যসম্মত খাবার ও তিনবেলা হালকা নাশতা পরিবেশন, ডাক্তার দ্বারা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এ বিভাগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ছাত্র-ছাত্রীদের আখলাকের প্রতি নজরসহ অমনোযোগী শিক্ষার্থীদের স্পেশাল কেয়ার নেয়া হয়।
ছাত্রাবাসের নিয়মাবলি
- সকাল, বিকাল ও সান্ধ্যকালীন বিশেষ ক্লাসে অংশগ্রহণ করার পর রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত স্ব-স্ব রুমে অধ্যয়ন করতে হবে।
- রাত ১০.৩০টার পর রুমের বাতি বন্ধ রাখতে হবে। ক্লাস চলাকালীন কেউ রুমে অবস্থান করতে পারবে না।
- দৈনন্দিন কর্মসূচি অনুযায়ী যথাযথ কাজ যথাসময় করতে হবে। (ঋতুর পরিবর্তনে যা পরিবর্তনযোগ্য)
- জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে।
- হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে প্রতিদিন বাদ আসর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এবং রাত ৯.১৫ থেকে ১০টা পর্যন্ত অভিভাবকগণ ফোনে কথা বলতে পারবেন।
- হাত খরচ ছাত্র-ছাত্রীদের হাতে না দিয়ে হাউস টিউটরের কাছে জমা দিতে হবে।
- সাক্ষাতের সময় প্যাকেট করা বিভিন্ন খাবার যেমন- বিস্কুট, চিঁড়া, মুড়িসহ বিভিন্ন ফলমূল হোস্টেল সুপারের অনুমতি ক্রমে সরবরাহ করা যাবে। কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ব্যতীত কোনো মেহমান রাখা এবং খাওয়ানো যাবে না।
- হোস্টেল সুপারের অনুমতি ও লিখিত ছাড়পত্র ছাড়া ছাত্র-ছাত্রীদের বাসায় নেয়া যাবে না।
- নতুন শিক্ষার্থীরা প্রথম ৬ মাসের মধ্যে মাসে ২ বার এবং পরবর্তীতে প্রতি মাসে ১ বার করে ছুটির দিন বাসায় যেতে পারবে। অ্যাকাডেমিক ছুটি (ঈদ, গ্রীষ্মকালীন, শীতকালীন ইত্যাদি) ঘোষণা হলে অভিভাবককে মাদরাসায় এসে ছাত্র-ছাত্রীকে বাসায় নিয়ে যেতে হবে ।
- বিনা অনুমতিতে কেউ অন্যের জিনিস ব্যবহার এবং একে অপরের রুমে অবস্থান করতে পারবে না।
- বেডশিট, প্রয়োজনীয় কাপড়চোপড় পরিষ্কার-পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।
- শিক্ষার্থী হোস্টেলে ভর্তি হবার পর একটি পাতলা কাঁথা, কম্বল (শীতকাল), গ্লাস, তালাসম্বলিত ব্যাগ, দৈনন্দিন ব্যবহার্য কাপড়, টুথব্রাশ, সাবান ইত্যাদি সঙ্গে আনবে। * ১৩ বছর বয়সের ঊর্ধ্ব ছাত্র-ছাত্রীদের কাপড়চোপড় নিজেকেই ধৌত করতে হবে।
- ময়লা-আবর্জনা সংরক্ষিত ঝুড়িতে ফেলতে হবে, কোনো ক্রমেই জানালা দিয়ে বাইরে ফেলা যাবে না।
- আবাসিক ছাত্র-ছাত্রীদের সমুদয় প্রদেয় চলতি মাসের ১০ তারিখের পূর্বেই অগ্রিম পরিশোধ করতে হবে, অন্যথায় জরিমানাসহ আদায় করতে হবে।
- এ ছাত্রাবাসের সকল সম্পদ আমানতস্বরূপ, তাই আমানতের যথাযথ সংরক্ষণ করতে হবে।