মাদরাসার সফলতা
নিবরাস মাদরাসাটি হাঁটি হাঁটি পা পা করে সতেরো বছর অতিক্রম করছে। এ স্বল্প সময়ের মধ্যে মাদরাসাটি মহান আল্লাহ তা’আলার অশেষ মেহরবাণিতে বেশকিছু সফলতা অর্জনে সক্ষম হয়েছে । নিম্নে তার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১ম স্থান অর্জন।
- দেশ সেরা ২০ শিক্ষার্থীর অন্যতম নিবরাসের কৃতী শিক্ষার্থী শিক্ষামন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক লাভ।
- PHP কুরআনের আলো, রাজকীয় সৌদি দূতাবাসসহ বিভিন্ন জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য় স্থান অর্জনসহ অসংখ্য পুরস্কার লাভ।
- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’র বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনসহ রেকর্ড সংখ্যক সফলতা অর্জন।
- সরকারি ও বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় প্রায় ২০০ জন শিক্ষার্থীর বৃত্তি লাভ।
- ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ সহ শতভাগ সাফল্য অর্জন।
- শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার হাজারে উন্নীত হওয়া।
- উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর হিফয অ্যাওয়ার্ড অর্জন।
- বিটিভি, এনটিভি, বৈশাখী টিভি, এটিএন বাংলা ও বাংলা ভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেলে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ।
- সরকারি ও বেসরকারি বিভিন্ন টিভি চ্যানেল প্রতিযোগিতায় সেরা তালিকায় স্থান অর্জন।
- ২০০৮ সাল থেকে আলাদা ক্যাম্পাসে স্বতন্ত্র বালিকা শাখা চালু করা ।
- শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিত বার্ষিকী/ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করা।
- বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম/দ্বিতীয়/ তৃতীয় স্থান অর্জন করা।
- দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীদের দেশ-বিদেশের বিভিন্ন প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় ও মেডিক্যল কলেজে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ লাভ ।
- পৃথক তাহফিযুল কুরআন ক্যাম্পাস চালু করা ।
- মোহাম্মদপুর শাখা ক্যাম্পাস চালু করা।
- দক্ষিণ বনশ্রী শাখা ক্যাম্পাস চালু করা, ইত্যাদি ।