ভর্তি ও পাঠদান নীতি

ভর্তি

অফিস চলাকালীন ২০০/- টাকার বিনিময়ে প্রসপেক্টাস ও ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। প্লে-গ্রুপের জন্য শুধু ৫০ নম্বরের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পাঠদান নীতি

দেশের জাতীয় শিক্ষাক্রম অনুসরণ। মাতৃভাষাসহ আরবি ও ইংরেজি বিষয়ের ওপর যথাযথ গুরুত্বারোপ। সীমিত আসনে শিক্ষার্থী ভর্তি, ইন্টারনেট সুবিধা এবং অডিও ভিজুয়্যাল পদ্ধতিতে শিক্ষাদান। ক্যাম্পাসে অবস্থানকালে ইংরেজি ও আরবি ভাষায় কথোপকথনের পরিবেশ। Course plan and lesson plan-এর আলোকে ক্লাস টেস্ট/ক্লাস পারফরম্যান্স, সাপ্তাহিক ও মাসিক মূল্যায়নের ব্যবস্থা। শ্রেণিকক্ষেই দৈনন্দিন পাঠ সম্পন্নকরণের সর্বোচ্চ চেষ্টা। অভিভাবকের উপস্থিতিতে বছরে তিন বার পরীক্ষার ফলাফল পর্যালোচনা, শিক্ষার্থীদের সার্বিক প্রতিবেদন পর্যবেক্ষণ ও অভিভাবকদের মতামত গ্রহণ। বিভিন্ন ক্লাসে বেসরকারি বৃত্তি পরীক্ষার জন্য বিশেষ তত্ত্বাবধানসহ ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জুনিয়র দাখিল ও দাখিল পরীক্ষায় সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা। বিভিন্ন ধরনের পত্র-পত্রিকা ও ম্যাগাজিন সরবরাহ ও প্রতিদিনের ডায়েরি সংরক্ষণ। জামাআতের সাথে বাধ্যতামূলক সালাত আদায়, বিধিসম্মত শরীরচর্চা ও নিয়মিত বার্ষিক শিক্ষাসফর।